Site icon Jamuna Television

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক, প্রতিবেদন পেলে সিদ্ধান্ত: পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। তবে পর্যবেক্ষক দলের প্রতিবেদন পেলে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে দুই টেস্ট ও তিনটি টি-টোয়ন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে নিরাপত্তা সন্তোষজনক না হলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে।

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। তার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছেনা টেস্ট খেলুড়ে কোনো দল। তবে সম্প্রতি সেই শ্রীলংকা ক্রিকেট দলই পাকিস্তানের মাঠে খেলে এসেছে। ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে লংকানদের।

শ্রীলংকা যদি ভালোয় ভালোয় পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলে আসতে পারে তাহলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলও পাকিস্তান সফরে যেতে পারে।

Exit mobile version