Site icon Jamuna Television

চলচ্চিত্রে নাম লেখালেন সুবাহ, এফডিসিতে যা বললেন নাসিরকে নিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের গার্লফ্রেন্ড দাবি করে আলোচনায় আসা সেই হুমায়রা সুবাহ একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।

ছবির নাম বসন্ত বিকেল। গত শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত।

তবে অনুষ্ঠানের এক ফাঁকে ক্রিকেটার নাসির হোসেনের প্রসঙ্গ তুলতেই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান নবাগত এই অভিনেত্রী।

সুবাহ বলেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।

সিনেমায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই। এরপর তো জানেনই- ‘বসন্ত বিকেল’সহ তিনটি সিনেমায় অভিনয় করছি।’

বসন্ত বিকেল ছবিতে সুবাহর সঙ্গে অভিনয় করছেন শিপন মিত্র ও তানভীর তনু। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

Exit mobile version