Site icon Jamuna Television

সাব্বির নাসিরের মিউজিক ভিডিও-তে সাফা কবির, বানিয়েছেন অমিতাভ রেজা

সাব্বির নাসিরের গাওয়া গানে মডেল হয়েছেন সাফা কবির। গানটির শিরোনাম ‘হর্ষ’। আর এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন বিশিষ্ট নির্মাতা অমিতাভ রেজা।

রাজিব হাসানের লেখা গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি। গানটির শুটিং হয় এফডিসিতে।

গান প্রসঙ্গে শিল্পী সাব্বির নাসির বলেন, অসম্ভব সুন্দর একটি গান। এই গানের মধ্য দিয়ে অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। এটা অবশ্যই ভালো লাগার একটি বিষয়। আমি যখন গানটি করে অমিতাভ রেজাকে পাঠাই তখন তিনি জানান গানটি তার ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দেই গানটি ভিডিও নির্মাণের। পরে ভালো লাগা থেকেই ভিডিও নির্মাণে আসা তার। আশা করছি, দারুণ একটি কাজ হবে। দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন।

গানটির মডেল হয়ে উচ্ছ্বসিত সাফা কবিরও। বলেন, গানটি শোনার পর ভালো লেগে গেল। আর অমিতাভ রেজা এটি নির্মাণ করছেন। সব মিলিয়ে দারুণ একটি কাজ হবে।

চলতি মাসে গাংচিলের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।

Exit mobile version