Site icon Jamuna Television

২৬ ডিসেম্বর আকাশে দেখা যাবে ‘অগ্নিবলয়’

আগামী ২৬ ডিসেম্বর এমন এক সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, যা শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। এটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে বলে পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়, এ ঘটনা সূর্যগ্রহণ নামে পরিচিত। ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণটি হবে এ বছরের তৃতীয় সূর্যগ্রহণ।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ। শুধু চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে। যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী।

ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাকে সংযুক্ত আরব আমিরাত থেকে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ও ২ জুলাই বছরের অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল।

Exit mobile version