Site icon Jamuna Television

লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য নিয়ে শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি পদ প্রার্থী আবুল হাসেমের সাথে আরেক প্রার্থী রফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিলো। এরই জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে, সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের সমর্থকরা। খবর পেয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় দুই পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

Exit mobile version