Site icon Jamuna Television

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সম্মেলনে দু পক্ষের মারামারি

উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কুষ্টিয়ার খোকসায় দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দুপুরে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগে থেকেই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকরা সভাস্থলে জড়ো হয়। দু’পক্ষই সামনে বসা ও চেয়ার দখলের চেষ্টা করে। উত্তেজনার এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। চলে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অনুষ্ঠিত হয় সম্মেলন।

Exit mobile version