Site icon Jamuna Television

অভিনব পন্থায় গাঁজা পাচারের সময় আটক ২ নারী

বোরকা পরে শরীরের সঙ্গে গাঁজা বেধে অভিনব পন্থায় গাঁজা পাচার করতে গিয়ে ২ নারীকে আটক করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সোমবার সন্ধ্যায় মাধবপুর সদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার দশমিনা থানার দক্ষিণ দাশপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (২০) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাজের চড় গ্রামের মৃত রহিছ উদ্দিনের স্ত্রী সুমি বেগম (১৯)।

মাধবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই কামাল হোসেন একদল নারী পুলিশ নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বোরকা পরিহিত দুই নারীকে আটক করে। পরে নারী পুলিশরা দুই মহিলাকে তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় জ্যোৎস্না বেগমের শরীর থেকে ২ কেজি গাঁজা ও সুমি বেগমের ভ্যানেটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version