Site icon Jamuna Television

কুপিয়ে ও পিটিয়ে বাংলাদেশিকে হত্যার পর লাশ ফেলে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার আব্দুল গণি নামে এক বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এর ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিজিবি।

গতরাতে চাকুলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত গণির পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে জমিতে সেচের জন্য স্থানীয় চারজন সীমান্ত এলাকায় যান। তখন রাঙ্গিয়ারপোতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের প্রথমে ধাওয়া করে। এক পর্যায়ে ধরে ফেলে গণিকে।

সীমান্তের ওপারে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলেও অভিযোগ পরিবারের। পরে তাকে সীমান্তের এপারে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ভোরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version