Site icon Jamuna Television

রংপুরে কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের দাপট

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী কাউন্সিলর প্রার্থীদেরও ফলাফল পাওয়া গেছে।

রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে পাওয়া তথ্যে, নগরীর ৩৩ ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন ১৩ জন। জাতীয় পার্টির মেয়র বিজয়ী হলেও দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী জয়ের মালা পড়েছেন মাত্র ৩ জন। আর বিএনপি সমর্থিত ৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জয়ী তালিকায় আছেন জাসদের একজনও। এছাড়া অন্যদের মধ্যে এনজিও কর্মী, খেলোয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িতরা নির্বাচিত হয়েছে রংপুর সিটির কাউন্সিলর হিসেবে।

Exit mobile version