Site icon Jamuna Television

সিসা বার থাকার অভিযোগে ঢাকা রিজেন্সিতে অভিযান, আটক ৩

সিসা বার থাকার অভিযোগে রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় আটক করা হয় দুই নারীসহ তিনজনকে।

সোমবার রাত নয়টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন মাহমুদা, হুমায়রা মোহনা ও জাহাঙ্গীর আলম।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, গোপন খবর পেয়ে ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালিয়ে সিসা বারের সন্ধান পাওয়া যায়। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানো হয় সেখানে। জদ্ধ করা হয় সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম।

Exit mobile version