Site icon Jamuna Television

বাগদাদি হত্যায় অংশ নেয়া কুকুর নিয়ে গণমাধ্যমে ট্রাম্প

আইএস নেতা বাগদাদি হত্যা মিশনে অংশ নেয়া কুকুর কোনানকে গণমাধ্যমের সামনে হাজির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় গত মাসের ওই অভিযানে আহত হয়েছিলো সেনাবাহিনীর সদস্য কোনান। কোনানকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কুকুর বলে অভিহিত করেন ট্রাম্প।

একইসাথে কেনানকে সত্যিকারের নায়ক বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বাগাদাদি হত্যা মিশনে অংশ নেয়া পুরো দলের সাথে সাক্ষাৎ হয়েছে বলেও জানান পেন্স।

এসময়, কোনানকে সম্মাননা স্বরূপ একটি সার্টিফিকেট ও পুরস্কার দেয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, কোনানকে হোয়াইট হাউজে পেয়ে সম্মানিত বোধ করছি। তাকে সম্মাননা জানিয়ে দেয়া সার্টিফিকেট ও পুরস্কার সংরক্ষিত থাকবে হোয়াইট হাউজে।

Exit mobile version