ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ধোপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক (৩৬) পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুৎ সুইচ দেয়ার সময় বিদ্যুৎতাড়িত হন। এ সময় আরশাদুল হকের কোলে ছিলো তার শিশু সন্তান জান্নাতুল অমি (৩)। কৃষক আরশাদ আলী ঘটনাস্থলেই মারা যান। অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

