Site icon Jamuna Television

শিশুদের ওপর যৌন সহিংসতার অভিযোগে দুই ক্যাথলিক পাদ্রির কারাদণ্ড

শিশুদের ওপর যৌন সহিংসতার অভিযোগে, আর্জেন্টিনায় দুই ক্যাথলিক পাদ্রিকে ৪২ আর ৪৫ বছরের জেল দিয়েছেন আদালত। ধর্ষণসহ যৌন নিপীড়নের ২৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে।

সাজাপ্রাপ্ত দুই পাদ্রি- হোরাসিও কোরবাশো এবং নিকোলা কোরাদি। মেন্দোজা প্রদেশে বধির শিশুদের একটি স্কুলে এসব অপরাধ করেন তারা। সময়কাল, ২০০৪ থেকে ২০১৬ সাল। তাদের সহযোগী- স্কুলের আরেক কর্মীও ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিগত কয়েক দশকে বিশ্বজুড়ে কয়েকশ’ শিশু নিগ্রহের অভিযোগে অভিযুক্ত আর্জেন্টিনার ক্যাথলিক চার্চ। সারা বিশ্বে তোলপাড় ফেলে দেয়া প্রথম অভিযোগ প্রকাশের তিন বছর পূর্ণ হয় সোমবার। এদিন রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের অনেকে।

Exit mobile version