Site icon Jamuna Television

ফরিদপুর সরকারি হাসপাতালের ১০ কোটি টাকার দুর্নীতি, ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

ফরিদপুর সরকারি হাসপাতালে পর্দা কেনায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আব্দুল্লাহ আল মামুন, মুন্সী ফখরুল হোসাইন, মুন্সী সাজ্জাদ হোসেন, ডা. গণপতি বিশ্বাস, ডা. মিনাক্ষী চাকমা ও ডা. এইচ এম নুরুল ইসলামের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়।

এর আগে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের কেনাকাটা নিয়ে অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অকল্পনীয় দামে পর্দাসহ নানা যান্ত্রপাতি কেনা হয়। আইসিইউয়ের জন্য প্রতিটি পর্দা কেনা হয় ৩৭ লাখ ৫০ হাজার টাকায়। এছাড়া ৩ থেকে ৫ হাজার টাকার স্টেথিস্কোপ কেনায় খরচ করা হয়েছে, ১ লাখ সাড়ে ১২ হাজার টাকা করে।

Exit mobile version