Site icon Jamuna Television

ঢাকায় ভয়াবহ বায়ু দূষণ, দুই সিটি কর্পোরেশনকে হাইকোর্টের ভর্ৎসনা

রাজধানী ঢাকার ভয়াবহ বায়ু দূষণের জন্য দুই সিটি করপোরেশনকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট। বায়ু দূষণ রোধে ভ্রাম্যমান আদালত দিয়ে ১৫ দিনের মধ্যে ঢাকা বিভাগের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশও দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা দেন। এছাড়া বায়ু দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার দুই সিটির প্রধান নির্বাহী, ওয়াসা ও বিআরটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে। গঠন করতে বলা হয়েছে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি।

আদালত বলেছেন, বারবার উন্নয়ন প্রকল্পের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির করে কেবল কিছু লোককে অর্থনৈতিকভাবে লাভবান করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, বিশ্বে ঢাকায় বায়ূ দূষণের মাত্রা সবচেয়ে বেশি।

Exit mobile version