Site icon Jamuna Television

গাজীপুরে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ভুয়া ডিবি পরিচয় দেয়া চারজনকে আটক করেছে টঙ্গী পুর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, এই চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে জনগনের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ পায় পুলিশ। পরে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মরকুন মধ্য পাড়া এলাকায় থেকে চারজনকে আটক করা হয়।

এসময় তাদের মধ্যে একজন পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version