Site icon Jamuna Television

আলিয়ার বিয়ের কথা ভুলে ফাঁস করে দিয়েছেন দীপিকা!

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভেরা কোন্ডা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং আলিয়া ভাট। সেখানেই অভিনেতা বিজয়কে তার ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দীপিকা এবং আলিয়ার উপর আমার অনেকদিন ধরেই ক্রাশ রয়েছে। কিন্তু, দুঃখের বিষয় দীপিকা বিবাহিত। এরপরেই দীপিকা হঠাৎ বলে বসেন, আলিয়াও তো বিয়ে করছে।

সেখানে উপস্থিত আলিয়া তখনি বলে ওঠেন, এ কী! এ সব কথার মানে কী! অবস্থা বেগতিক বুঝে দীপিকা হেসে বলেন, এ সব আমার মনগড়া।

তখনকার মতো দিপীকা সামাল দিলেও আরও একবার সদ্য চাপা পড়া গুঞ্জন চাঙ্গা করে দিল দীপিকার ওই এক লাইনের বক্তব্য। তবে কি সত্যিই খুব শীঘ্রই বাজবে বিয়ের সানাই?

কিছু দিন আগে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, পরের বছর জানুয়ারিতে বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। যদিও আলিয়াকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি কোনও জবাব দেননি তিনি। শুধুই হেসেছিলেন।

Exit mobile version