Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক গ্রেফতার

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করেছে পুলিশ। রাত সোয়া দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শাহবাগ থানায় নিয়ে আসা হয় মুক্তিযোদ্ধা দলের সভাপতিকে।

এদিকে, মঙ্গলবার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেছে শাহবাগ থানা পুলিশ। রাতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমানসহ ২৮জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া আরও ৫শজন অজ্ঞাতনামা আসামিকে গাড়ি ভাঙচুর, পুলিশকে হত্যা চেষ্টা ও কর্তব্যরতদের কাজে বাঁধা দেয়ার অভিযোগে আসামি করা হয়।

Exit mobile version