Site icon Jamuna Television

ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ আটক ২

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ১০টার দিকে শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের এক সদস্যসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মাগুরা সদরের হাজিপুর পুলিশ ফাঁড়ির কনসটেবল আবুল বাসার (২৮) সদস্য নম্বর (৮৩৫) ও আর এক যুবক রাজিব হোসেন (২১)।

কনস্টেবল আবুল বাসার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। রাজিব মাগুরা সদরের হাজিপুর গ্রামের মোমিন শেখের পুত্র।

মাগুরার পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান জানান, বাসারের বিরুদ্ধে ইতিমধ্যে অর্থনৈতিক ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা চলছে।

Exit mobile version