Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের ধর্মঘটে লাইটার জাহাজ শ্রমিকরা

নিয়োগপত্র প্রদানসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে লাইটার জাহাজ শ্রমিকরা। এতে চট্টগ্রাম বন্দরসহ নৌরুটে বিঘ্নিত হচ্ছে পণ্য পরিবহন। নির্ধারিত সময়ে মালামাল খালাস করতে না পেরে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা।

আন্দোলনকারীরা জানিয়েছে, দুই/তিন মাস আগে ১১ দফা দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছিল। তবে, সেটি এখনও কার্যকর হয়নি। এবার তাই আরও তিন দফা বাড়িয়ে আন্দোলন শুরু করেছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শ্রমিকরা।

Exit mobile version