Site icon Jamuna Television

বয়স লুকোতে মেক আপেই ভরসা মালাইকার

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি। সদ্যই ৪৬-এ পা দিয়েছেন মালাইকা। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে আবারও ভাইরাল হয়েছেন তিনি। ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন মালাইকা। বয়স ক্রমশ বাড়ছে। আর সেই বয়স লুকোতে তিনি নাকি চড়া মেক আপেই ভরসা রেখেছেন। তার এই ছবি ঘিরেই আপাতত উত্তাল নেটদুনিয়া।

কিছুদিন আগেই বন্ধুদের নিয়ে পার্টিতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। রাতভর পার্টির সেই ছবি পেজ থ্রির পাতায় আসতে না আসতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি যে ছবিটা তিনি পোস্ট করেছেন, সেখানে তার বয়সটা পুরোপুরি বোঝা যাচ্ছে। সেই ছবি পোস্টের পরই আক্রমণের মুখে পড়েন মালাইকা।

মেক আপ করে কখনও নিজের বয়স লুকানো যায় না। এমন কমেন্টে ভরে গেছে তার ছবি। তার কাছে বয়স একটি সংখ্যা হলেও নেটিজেনরা কিন্তু তা মনে করছেন না।

Exit mobile version