Site icon Jamuna Television

বুমরাহর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ: কপিল

স্বদেশী পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশনের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। তার মতে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণেই বারবার চোটে পড়ছে বুমরাহ। বোলিং অ্যাকশন ভালো হওয়ায় তার চেয়ে বেশি দিন ক্রিকেট খেলতে পারবে ভুবনেশ্বর কুমার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ সফল হন বুমরাহ। পরে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না এ তারকা পেসার। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে তার।

কপিল বলেন,বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ায় ঘন ঘন চোট পাচ্ছে বুমরাহ। বল করার সময় শরীরের চেয়ে হাত বেশি ব্যবহার করে সে। এ কারণে তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নেই। তবে অ্যাকশন শুধরালে এর আয়ু বাড়তে পারে।

তিনি মনে করেন, ভুবনেশ্বর বেশি দিন ক্রিকেট খেলে যেতে পারবে। কারণ, সে (ভুবি) হাতের চেয়ে শরীর বেশি ব্যবহার করে।

বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনা এ নতুন নয়। ক্যারিয়ারে শুরুর দিকে এজন্য তাকে কম কটাক্ষ সহ্য করতে হয়নি। সেই তিনি এখন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেসার।

Exit mobile version