Site icon Jamuna Television

সালমানের পারিশ্রমিক ২০০ কোটি রুপি!

বিগ বস সিজন ১৩’র জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান।

ছবিটি ২০২০ সালের জানুয়ারি মাসেই শেষ হওয়ার কথা থাকলেও আরও বেশ কয়েক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। আর তাই সালমান খানও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক।

বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানোয় বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস ১৩’র সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাঁকিয়েছিলেন সালমান।

প্রত্যেক এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে তিনি প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

Exit mobile version