Site icon Jamuna Television

কলাম লেখক মুহাম্মদ ইসমাইল হোসেনের ডক্টরেট ডিগ্রি লাভ

লন্ডনের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বিশিষ্ট কলাম লেখক মুহাম্মদ ইসমাইল হোসেন। ১৯৮৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লিখছেন। বাংলা একাডেমির একুশে বইমেলায় তার লেখা কবিতা ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ ইসমাইল হোসেন একজন পল হ্যারিস ফেলো রোটারিয়ান এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। একসময় তিনি যমুনা টেলিভিশনের প্রসাশনিক এবং মানবসস্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

Exit mobile version