Site icon Jamuna Television

ঝন্টুর বাসায় নতুন মেয়র মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দেখা করেছেন সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর সাথে। রাতে নেতাকর্মীদের নিয়ে ঝন্টুর বাসায় যান মোস্তফা। এসময় মোস্তফাকে অভিনন্দন জানান সাবেক মেয়র। দু’জন বেশ কিছুক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। মোস্তফা শহরের উন্নয়নকে এগিয়ে নিতে সাবেক মেয়রের সহায়তা চান। তিনি এসময় বলেন, নির্বাচনে জয়ের পর বড় ভাইয়ের সাথে দেখা করে পরামর্শ নেয়া তার দায়িত্ব। ঝন্টুও মোস্তফাকে ছোটভাই হিসেবে উল্লেখ করে তার পাশে থাকার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ন আলোচনায় মোস্তফাকে নানা দিক নির্দেশনামূলক কথাও বলেন আওয়ামী লীগের এই নেতা।

Exit mobile version