রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দেখা করেছেন সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর সাথে। রাতে নেতাকর্মীদের নিয়ে ঝন্টুর বাসায় যান মোস্তফা। এসময় মোস্তফাকে অভিনন্দন জানান সাবেক মেয়র। দু’জন বেশ কিছুক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
ঝন্টুর বাসায় নতুন মেয়র মোস্তফা

