জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর ধার্য করেছে আদালত। এর মধ্য তাঁর শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বিএসএমএমইউকে নির্দেশ দেয়া হয়েছে।
সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। তার জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়। বাড়াবাড়ি কড়াকড়ি উল্লেখ করে খালেদা জিয়ার আইনজীবীরা আপত্তি জানান। এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আদালতের গেটে মিছিল হয়েছে গাড়ি ভাঙচুড় হয়েছে। সেজন্যই বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জামিন আবেদন বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী জানান, মানবিক কারণেই খালেদা জিয়ার জামিন চাওয়া হচ্ছে। তিনি এখন উঠে বসতে পারেন না। তার শারীরিক অবস্থা আরও নাজুক।

