Site icon Jamuna Television

নুসরাতের ভিডিও ধারণ করা অবৈধ: আদালত

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলায় ৮ বছরের কারাদণ্ড হয়েছে ।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। এটি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া কোনো মামলার প্রথম রায়।

রায় পাঠ করার সময় আদালত বলেন, নুসরাতের ভিডিও ধারণ করা ছিলো অবৈধ, অনুমতি ছাড়া কারও ভিডিও ধারন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

রায়ে একই সাথে ১৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে ওসি মোয়াজ্জেমকে। মামলায় ২৬ ও ২৯ নং ধারায় ৫ ও ৩ বছর করে মোট ৮ বছরের সাজা ঘোষণা করা হয়।

Exit mobile version