Site icon Jamuna Television

দেশি পেঁয়াজের মূল্য সূচক : ঊর্ধ্বমুখী এক যাত্রা

পেঁয়াজ বাজারে লাগাম টানা যাচ্ছে না। গেলো সেপ্টেম্বর থেকে সেটি পুরোপুরিই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তবে , আগে থেকেই ধাপে ধাপে দর বাড়ছিলো পেঁয়াজের। রাজধানীর বাজারদর বিশ্লেষণ করে দেখা গেছে, গত পহেলা জুলাইয়েও দেশি পেঁয়াজের মূল্য ছিল কেজি প্রতি ৩০ টাকা যেটি ২৭ নভেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ২৩০ টাকায়!

এর মধ্যে, গত ১৬ নভেম্বর পেঁয়াজের সর্বোচ্চ দর উঠেছিল। রাজধানীর বাজারগুলোতে সেদিন কেজি প্রতি ২৮০ টাকা দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ! অথচ দফায় দফায় মূল্য বৃদ্ধির পরও গত অক্টোবরের প্রথম সপ্তাহে দেশি পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছিল। ৮ অক্টোরবও প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা দরে কিনেছিল রাজধানীবাসী।

পেঁয়াজের এহেন মূল্য বৃদ্ধির পিছনে ভারত থেকে পেঁয়াজ আমদানি ব্যহত হওয়া, বাজার তদারকির ঘাটতি, পরিবহন ধর্মঘটসহ নানা বিষয় আলোচনায় এসেছে। তবে, এবারও ঘুরে ফিরে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে চিরাচরিত ‘সিন্ডিকেট’র নাম।

Exit mobile version