Site icon Jamuna Television

অনুশীলনে ফিরলেন তামিম

প্রায় ১ মাস ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তামিম ইকবালের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর বাতিল করেন তিনি। ঘরোয়া ক্রিকেটও খেলেননি ড্যাশিং ওপেনার।

লম্বা এ সময়ে হোম অব ক্রিকেট মিরপুরে ব্যাটিং অনুশীলন করতেও দেখা যায়নি তামিমকে। তবে ফিটনেস উন্নতিতে তার চেষ্টার কমতি ছিল না। নিজ উদ্যেগে নিয়মিত ঘাম ঝরিয়েছেন তিনি।

ভারত সফর শেষ। দরজায় কড়া নাড়ছে বিপিএল। আর মাত্র ১২ দিন পরই পর্দা উঠবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজকপূর্ণ টুর্নামেন্টের সপ্তম আসরের। আর বসে থাকতে পারলেন না তামিম। ব্যাটিং অনুশীলনে নেমে পড়েছেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনসের হয়ে খেলবেন তামিম। দলের হয়ে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাতে বৃহস্পতিবার থেকে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন তিনি।

অনুশীলনে তামিমের সঙ্গে ছিলেন ঢাকা প্লাটুনসের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গুরুর সঙ্গে মজার একটি সেশন করেন তিনি। সেখানে বোলারের ভূমিকায় ছিলেন খোদ কোচ নিজেই। আম্পায়ারের ভূমিকায় ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর ব্যাটসম্যান ছিলেন দেশসেরা ওপেনার নিজে।

Exit mobile version