Site icon Jamuna Television

বিএমএ’র আধুনিকায়নে সৌদি সশস্ত্র বাহিনীর সাথে চুক্তি

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের মধ্যে চুক্তি সই হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সৌদি আরবের চিফ অব আর্মি স্টাফ জেনারেল ফা’আদ আর রুয়াইলিকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সশস্ত্র সালাম গ্রহণ করেন তিনি।

এরপর সেনা সদর দপ্তরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান চুক্তিপত্রে সই করেন। মিলিটারি একাডেমির অধুনিকায়নসহ অবকাঠামো উন্নয়নে অর্থিক সহায়তার বিষয়ে সই হয় চুক্তিটি।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ দেয়া হয়।

Exit mobile version