Site icon Jamuna Television

বাংলাদেশের সাথে খেলতে রাজি নয় পাকিস্তান!

দুই ভাগে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে রাজি নয় পাকিস্তান। পিসিবি’র সূত্রের বরাত দিয়ে এমন খবরই দিচ্ছে দেশটির গণমাধ্যম জিও টিভি।

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এফটিপি অনুসারে দুই ম্যাচের টেস্ট আর তিন টি২০ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। নারী ও বয়স-ভিত্তিক দল সফর করে আসায় সম্প্রতি দেশটিতে জাতীয় দল পাঠানো নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বিসিবি। কিন্তু বাংলাদেশের প্রস্তাব ছিলো পাকিস্তানে যেয়ে শুরুতে টি২০ সিরিজ খেলা। এরপর নিরপক্ষে ভেন্যু দুবাইতে টেস্ট খেলা। কিন্তু এতে নাকি রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এভাবে ভাগ করে সিরিজ খেললে তা পাকিস্তান সুপার লিগ ও অন্যান্য সিরিজে প্রভাব ফেলবে দাবি করছে পিসিবি। এমন খবর দিয়ে দেশটির গণমাধ্যম বলছে নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনে আশাবাদী পিসিবি। সামনের ডিসেম্বরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা।

Exit mobile version