Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে গ্রেফতার ৮

যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে ইরান। তেহরানের দাবি, আটকদের সাথে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র যোগাযোগ ছিলো।

বুধবার এ গ্রেফতারের তথ্য জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

তিনি অভিযোগ করেন, চলমান বিক্ষোভে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। হামলা-অগ্নিসংযোগ করতে বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে মার্কিন গুপ্তচররা। অবশ্য, গ্রেফতার ৮ জনের পরিচয় প্রকাশ করেনি তেহরান।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৫ নভেম্বর থেকে সহিংস বিক্ষোভ চলছে ইরানে। সরকার হতাহতদের তথ্য না দিলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গেলো কয়েক দিনের বিক্ষোভে কমপক্ষে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version