Site icon Jamuna Television

দুর্বল আস্তানার বিপক্ষে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

কাজাখস্তান চ্যাম্পিয়ন এফসি আস্তানার কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আস্তানা এরেনায়, শীর্ষ একাদশ মাঠে নামাননি ওলে গানার শোলসকায়ের। তারপরও ১০ মিনিটে জেসে লিনগার্ডের গোলে লিড নেয় ইউনাইটেড। ৫৫ মিনিটে দিমিত্রি শোমকো সমতায় ফেরান কাজাখ ক্লাবটিকে। ৬২ মিনিটে দিশন বানার্ড গোল করলে পরাজয় নিয়ে ফিরতে হয় ম্যান ইউকে। এই পরাজয়ের পরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট ইউনাইটেডের, তারা চতুর্থ ম্যাচ শেষেই পরের রাউন্ড নিশ্চিত করে এল গ্রুপ থেকে। আস্তানার পয়েন্ট মাত্র তিন।

Exit mobile version