Site icon Jamuna Television

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদকসহ ৩ নেতা আটক

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোরারফ হোসেনসহ দলটির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, তিনজনকে আটক করা হয়েছে। দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আটক তিনজন দলবল নিয়ে কোনো অরাজকতা ঘটাতে পারে। সেজন্য তাদের আটক করা হয়।

সম্প্রতি হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে।

Exit mobile version