Site icon Jamuna Television

ইব্রার মূর্তিতে আগুন

জ্লাটান ইব্রাহিমোভিচ ক্যারিয়ার শুরু করেছিলেন সুইডিশ লিগের ক্লাব মালমোতে। ক্লাবটির সমর্থকদের কাছে তিনি হিরো। ইব্রার প্রতি ছিল তাদের অশেষ শ্রদ্ধা। গত মাসে মালমো স্টেডিয়ামের কাছে ৩৮ বছর বয়সী স্ট্রাইকারের ৩.৫ সেন্টিমিটারের ব্রোঞ্জের মূর্তি বসায় ক্লাবটি। কিন্তু বেশিদিন অক্ষত অবস্থায় রাখা গেল না সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ইব্রার মূর্তি। মালমো সমর্থকরা তাদের সাবেক তারকার ওপর ক্ষুব্ধ হয়ে ভাংচুর, রং ছিটানোর পাশাপাশি মূর্তিতে আগুন ধরিয়ে দিয়েছে।

ইব্রা এমন কী করেছিলেন যে, মালমো সমর্থকরা রাগে এমন কাজ করল! উত্তর আশ্চর্য হওয়ার মতোই। সাবেক সুইডিশ স্ট্রাইকার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যামারবাইয়ের। খবরটি শোনার পরই এমন কাণ্ড করে বসে সমর্থকরা।

লা লিগায় যেমন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, তেমনি সুইডিশ চ্যাম্পিয়নশিপে মালমো-হ্যামারবাই। চলতি মৌসুমে এমনিতে দুইয়ে থাকা মালমোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হ্যামারবাই। ৩০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ৬৫। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে হ্যামারবাই। এর মধ্য চিরশত্রু ক্লাবে ইব্রার বিনিয়োগের খবর শুনে মূর্তিতে আগুন ধরাতে দ্বিধা করেনি মালমো সমর্থকরা।

Exit mobile version