Site icon Jamuna Television

এবার কাতারে টি ১০ লিগ

প্রতি ইনিংস ১০ ওভারের। ২০ ওভারের ম্যাচ। দুই ঘণ্টারও কম সময়ে ম্যাচ শেষ। দর্শকদের জন্য বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ। আবুধাবিতে এমন ধুমধাড়াক্কা টি ১০ টুর্নামেন্ট শেষ হল। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারও আয়োজন করতে যাচ্ছে টি ১০ লিগ। সব ঠিক থাকলে ৭ ডিসেম্বর বসবে কাতার টি ১০ লিগের প্রথম আসর।

প্রথমবার হলেও টুর্নামেন্ট আয়োজনে কোনো খামতি রাখতে চায় না কাতার। তাই এরই মধ্যে বিশ্ব তারকাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা। ভারতের যুবরাজ সিং, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ আরও অনেক তারকার দেখা মিলবে কাতার টি ১০ লিগে।

এখন পর্যন্ত ৭৩ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। কাতার থেকে ১৭ জন এবং আইসিসির অন্যান্য সহযোগী দেশগুলো থেকে ২৪ জন ক্রিকেটার। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল চূড়ান্ত হয়েছে এরই মধ্যে।

দলগুলো হল পার্ল গ্ল্যাডিয়েটরস, ফ্লাইং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টমার্স। টুর্নামেন্টের জন্য সেরা খেলোয়াড়দের খোঁজে রয়েছে দলগুলো।

Exit mobile version