Site icon Jamuna Television

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল নিশ্চিত করেছে অত্যাধুনিক বহুমুখী রকেট প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পরীক্ষাটি পর্যবেক্ষণের পর সন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর দাবি, এই নিয়ে শক্তিশালী এ রকেট ব্যবস্থার চতুর্থ দফা পরীক্ষা চালানো হলো। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির চূড়ান্ত সক্ষমতা নিশ্চিত করেছে এবারের পরীক্ষা।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে ছোড়া হয়েছে দু’টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। এমন সময় উত্তর কোরিয়া এ পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্রকে দেয়া শান্তি আলোচনার ডেডলাইন শেষ হওয়ার পথে।

পরমাণু আলোচনায় ওয়াশিংটনেকে এ বছরের শেষ নাগাদ সময়সীমা বেঁধে দিয়েছিল উত্তর কোরিয়া।

Exit mobile version