Site icon Jamuna Television

লন্ডন ব্রিজে গোলাগুলি, নিহত ১

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে ১ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ একজন পথচারীদের লক্ষ্য করে ছুরি হামলা চালায়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন। খবর স্কাই নিউজের।

বিবিসি জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর লন্ডন ব্রিজ ঘিরে রেখেছে পুলিশ। সেন্ট্রাল লন্ডনে একদল লোকের মধ্যে সংঘর্ষ বাধার পর পুলিশ গিয়ে গুলি ছুড়ে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, একদল লোক একজনকে কোপানোর পর পুলিশ সন্দেহভাজন একজনের ওপর গুলি চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন ব্রিজ এলাকা থেকে ধারণকৃত ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, পুলিশ লন্ডন ব্রিজ এলাকা ঘিরে রেখেছে। এবং ভারী অস্ত্র নিয়ে সেখানে অবস্থান নিয়েছে নিরাপত্তারক্ষীরা।

Exit mobile version