Site icon Jamuna Television

২০১৯ সালের সেরা প্লেমেকার মেসি

মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরো একটি পালক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন তিনি।

এ নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন এল এম টেন। এ দৌড়ে বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রইনা ও এডেন হ্যাজার্ডকে পেছনে ফেলেছেন মেসি।

বিশ্বের ৯০ দেশের ফুটবল বিশেষজ্ঞদের ভোটে বছরের সেরা প্লেমেকার বেছে নেয়া হয়। এবারও ব্যতিক্রম ঘটেনি।

এবারে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনার পয়েন্ট মাত্র ৮৫।

এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এ অ্যাওয়ার্ড শোকেসে ভরেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের একসময়ের বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেসও চারবার পুরস্কারটি জেতেন।

Exit mobile version