Site icon Jamuna Television

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ। বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন থেকে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

সম্মেলনে ঢাকা উত্তরের দুই হাজার ও দক্ষিণের প্রায় দুই হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশজুড়ে রংবেরংয়ের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সম্মেলনস্থলের চারপাশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version