Site icon Jamuna Television

২০-তলা থেকে ফেলে হত্যা করা হয় অভিনেত্রীকে!

নেদারল্যান্ডের নাগরিক অভিনেত্রী ইভানা স্মিথের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। এর আগে আত্মহত্যা বলা হলেও এখন ধারণা করা হচ্ছে ওই অভিনেত্রীকে নিপীড়নের পর ২০-তলা থেকে ফেলে হত্যা করা হয়েছে।

শুক্রবার ডেইলি মেইল ও ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মালয়েশিয়ায় ইভানা স্মিথ নামে এক অভিনেত্রীকে নিপীড়ন করে ২০-তলা থেকে ফেলে হত্যা করা হয়। তখন মনে করা হয়েছিল, তাকে হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ত অবস্থায় নিচে পড়ে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিয়ে আর এগোয়নি।

মৃত্যুর আগে ইভানা বিট কয়েন মিলিয়নিয়ার খ্যাত মার্কিনি অ্যালেক্স জনসন ও তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন।

ইভানার মৃত্যুর ঘটনা পুলিশ গুরুত্ব না দিলেও হাল ছাড়েনি তার পরিবার। তারা মালয়েশিয়ার হাইকোর্টে বিষয়টি তদন্তের দাবি জানায়। আদালতের নির্দেশে আবারও তদন্ত শুরু করে মালয়েশিয়া পুলিশ। তদন্তে তাকে হত্যার আলামত পাওয়া যায়। পুলিশ এখন বিশ্বাস করছে, ইভানাকে হত্যা করা হয়েছে।

Exit mobile version