Site icon Jamuna Television

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে মান্নাফি-হুমায়ুন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু আহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন হুমায়ুন কবির।

আজ শনিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা এ দায়িত্ব পান। শুদ্ধি অভিযানের কারণে অনেক প্রার্থী এবার নেতৃত্বের দৌঁড় থেকে ছিটকে পড়েন।

এর আগে বেলা ১১টার দিকে মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় পুরো সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো উদ্যান।

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দু:সময়ে নেতা কর্মীদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওয়ান ইলেভেনে সময় ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তাকে জেল থেকে বের করতে যে উদ্যোগ নেয়া হয়েছিলো সেজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। এই অধিবেশন থেকে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

Exit mobile version