
আগামী এক বছরের জন্য ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন
দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ামেইল২৪ডটকম এর রিয়াজ চৌধুরী।
সভাপতি পদে আজাদ পেয়েছেন ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী পেয়েছেন ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট।
শনিবার সকাল ৯টা থেকে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply