Site icon Jamuna Television

টাঙ্গাইলে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, পুলিশের সোর্স আটক

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর মামলার আসামি, পুলিশের সোর্স আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন পুলিশ সদস্যসহ পাঁচ জনকে গ্রেফতার করা হলো। এখনও পলাতক দুই কনস্টেবল হালিম ও মোজাম্মেল। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এরআগে গতকাল গ্রেফতার এএসআইসহ চার জনকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্য ও দুই সোর্স, এক ব্যক্তির পকেটে ইয়াবা দিয়ে আটকের চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়।

Exit mobile version