Site icon Jamuna Television

সন্ধান মেলার পর গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধান পাওয়া গেছে। তিনি প্রায় চার মাস ধরে নিখোঁজ ছিলেন।

শুক্রবার রাতে সন্ধান মেলার পর আমিনুরকে নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ।

এদিকে আজ শনিবার আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সৈয়দ ইবরাহিম জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন।

Exit mobile version