রাজধানীর কারওয়ান বাজার রেললাইন সিগনালে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শনিবার রাতে সিগনাল অমান্য করে উল্টোপথে ট্রাক আসায় ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়। কমলাপুর রেলস্টেশন থেকে বগিবিহীন ট্রেনটি তেজগাঁও স্টেশনে যাচ্ছিলো। কারওয়ান বাজার সিগলানে হওয়া দুর্ঘটনায় একজন নিহত হয়।
সিগনালের এক প্রান্তে গেট ম্যান না থাকার কারণেই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক।

