Site icon Jamuna Television

যবিপ্রবি ক্যাম্পাসে গৃহকর্মীকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এক গৃহকর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ডরমেটরি ভবনে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক শাহানাজ আক্তারের স্বামী যশোর পূবালি ব্যাংক শাখার সিনিয়র অফিসার মাজাহারুল ইসলাম মিঠু গতকাল সকালে তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। আহত গৃহকর্মীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

আহত নারী সখিনা খাতুন জানান, গত দেড় বছর ধরে তিনি শাহানাজ আক্তারের বাসায় কাজ করে আসছিলেন। কিন্তু তার স্বামী মাজাহারুল প্রায়ই তুচ্ছ ঘটনায় তাকে অকথ্য ভাষায় গালমন্দ মারপিট করতো। এরই জের শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে হুমকি দিয়ে চলে যায়। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত নারী ও তার পরিবার।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া হবে না। দোষী পরিবারকে ৭২ ঘন্টার মধ্যে ডরমেটরি ভবন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version