Site icon Jamuna Television

‘সরকার বিচার কাজে হস্তক্ষেপ করছে না, সেটি এখন স্পষ্ট’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

নুসরাত হত্যার রায় প্রমাণ করে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে, সরকার বিচার কাজে যে হস্তক্ষেপ করছে না, সেটি এখন স্পষ্ট।

রাজধানীতে ‘নিপীড়ন বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন আইনমন্ত্রী।

বিতর্কের বিষয় ছিল “নুসরাত হত্যার বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে।’ শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস দেয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের তার্কিকরা।

নুসরাত হত্যার দ্রুত বিচারকে দেশে নারী প্রতি সহিংসতা কমানোর ক্ষেত্রে মডেল বলে তুলে ধরে সরকারি দল। বিরোধী দলে ইডেন কলেজের বক্তারা জোর দেন নারীর ওপর সহিংসতা বন্ধে আচরণ পরিবর্তনের ওপর।

প্রদান অতিথি জোর দেন সচেতনতা বাড়ানোর ওপর। বিতর্ক শেষে অংশগ্রহণকারী দুদলকেই চ্যাম্পিয়ন ঘোষনা করেন আয়োজকরা।

Exit mobile version