Site icon Jamuna Television

ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর কাফরুল ও লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১২টি ইলেক্ট্রনিক্স ডিভাইস, ১৬টি মাইক্রো হেডফোন, বেশ কয়েকটি মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৭ জনই স্বীকার করেছে তারা জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নিকট প্রশ্ন ও প্রশ্নের উত্তর সরবরাহ করতো। এ চক্রের বাকি সদস্যদের ধরতে তাদের রিমান্ডে নেয়ার কথা জানায় পুলিশ।

Exit mobile version