Site icon Jamuna Television

ভক্তকে জড়িয়ে ধরে ভাইরাল সারা আলি খান

সারা আলি খানের সেলফি ও অটোগ্রাফ চেয়েছিলেন ভক্ত। বিনিময়ে পেলেন বিশাল সারপ্রাইজ। সবার সামনে ভক্তকে জাপটে ধরলেন নায়িকা!

সবাই যেখানে নায়িকার সান্নিধ্য পেতে চায় সেখানে নায়িকাই যদি অচেনা কাউকে জড়িয়ে ধরেন, খবর তো হবেই। সেই ভিডিও এখন সোশ্যালে ঘুরতে ঘুরতে ট্রেন্ডিং। সবাই বলছেন, সারা শিখে নিয়েছেন কীভাবে সবার মন জয় করতে হয়।

সারাকে সামনে দেখেই ঘিরে ধরেন একদল ভক্ত। সেলফি তোলার পরেই একজন অটোগ্রাফ চান। সেই আবদার মিটিয়েই সারা হাগ দেন তাকে। ভক্তকে আর পায় কে?

সেই ভক্ত বিরল ভয়ানী এররপর সেই ভিডিও নিজের ইনস্টায় পোস্ট করেন। সারার এই আন্তরিকতার প্রশংসা ছড়িয়ে পড়ে দেখতে দেখতে। প্রচুর লাইক, কমেন্টস, শেয়ারের বন্যায় ভাসছে সেই ভিডিও।

খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে সারার ‘লাভ আজকাল ২’ আর ‘কুলি নম্বর ১’। এর মধ্যে, প্রথম ছবির নায়ক আরিয়ান। যার সঙ্গে একসময় জমাট প্রেম ছিল সারার। পরের ছবির নায়ক বরুণ ধাওয়ান।

Exit mobile version